ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

কুবিতে বিএনসিসির ক্যাডেটদের প্রশিক্ষণ শেষ

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, সেপ্টেম্বর ২, ২০১৪
কুবিতে বিএনসিসির ক্যাডেটদের প্রশিক্ষণ শেষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি(কুমিল্লা): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের চার নম্বর প্লাটুনের ব্যাটালিয়নের ১০ দিনব্যাপী বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হলরুমে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলী আশরাফ।



বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন আন্ডার অফিসার (পিইউও) শামীমুল ইসলামের সঞ্চালনায় এবং ৪নং ময়নামতি ব্যাটালিয়ন কমান্ডার মেজর এ এইচ এম শাহরিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুবি ভিসি প্রফেসর ড. মো. আলী আশরাফ।

সেখানে উপস্থিত ছিলেন- ট্রেজারার কুণ্ডু গোপীদাস, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মাসুদা কামাল, প্রক্টর মো. আইনুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট কাজী মোহাম্মদ কামাল উদ্দীন প্রমুখ।

১০ দিনের এ কর্মসূচির প্রশিক্ষণ সমন্বয়কারী ছিলেন ব্যাটালিয়ন অ্যাডজুনেন্টে মেজর এম এম ইকবাল হোসেন।

গত ২৪ আগস্ট ময়নামতি রেজিমেন্টের অধীনে দশটি শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি’র দশ প্লাটুনের মোট ১২০ জন ক্যাডেটকে নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ