ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

স্কুল পুনরুদ্ধারে ছাত্র ইউনিয়নের শিক্ষার্থীবন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, সেপ্টেম্বর ১৭, ২০১৪
স্কুল পুনরুদ্ধারে ছাত্র ইউনিয়নের শিক্ষার্থীবন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দখল করা বিদ্যালয়গুলোর জমি পুনরুদ্ধার, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও শিক্ষা সংকোচনের প্রতিবাদে দেশজুড়ে শিক্ষার্থীবন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন।

কেন্দ্রীয়ভাবে রাজধানীর বেইলী রোডে সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন নেতাকর্মী ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী অংশ নেন।

 

বুধবার বেলা সাড়ে ১১টায় সামাজিক শিক্ষাকেন্দ্রের সামনে শিক্ষার্থীবন্ধনে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সম্পাদক বিধান বিশ্বাস।

গত ঈদ উল ফিতরের ছুটিতে বেইলী রোডে গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের মধ্যে সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি বিদ্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর বিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী খোলা আকাশের নিচে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে।

বেইলী রোডে শিক্ষার্থীবন্ধনে সামাজিক শিক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষক রওশন আরা বেগম, পার্শ্ববর্তী নিধু স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জেবুন্নেসা বেগম, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন সহ-সভাপতি জাহিদুল ইসলাম, রমনা থানার যুগ্ম-সাধারণ সম্পাদক জহরলাল প্রমুখ বক্তব্য রাখেন।  

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ঢাকা শহরের ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি বেদখল হয়েছে।

শিক্ষার্থীবন্ধনে বক্তারা সামাজিক শিক্ষাকেন্দ্র ছাড়াও মিরপুরের চম্পা পারুলসহ অন্য বিদ্যালয়ের দখল করা জায়গা উদ্ধারের দাবি জানান।

ছাত্র ইউনিয়ন নেতা বিধান বিশ্বাস বাংলানিউজকে জানান, রাজারবাগ পুলিশলাইন স্কুল, নজরুল শিক্ষালয়, ন্যাশনাল ব্যাংক স্কুল, তেজগাঁও বিজি প্রেস স্কুল, কমিউনিটি স্কুল, হোসেন আলী উচ্চ বিদ্যালয়, পুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল, ধানমন্ডি উচ্চ বিদ্যালয়, খিলগাঁও উচ্চ বিদ্যালয়, চম্পা পরুলসহ অন্তত ২৭টি বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়েছে।

এছাড়াও দেশব্যাপী বিভিন্ন স্কুলের সামনে শিক্ষার্থীবন্ধন পালন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ