ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

পবিপ্রবি ছাত্রলীগের ১ম কাউন্সিল সোমবার

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৮, সেপ্টেম্বর ২০, ২০১৪
পবিপ্রবি ছাত্রলীগের ১ম কাউন্সিল সোমবার

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের প্রথম সম্মেলন ২২ সেপ্টেম্বর (সোমবার)। সম্মেলনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন।



জানা গেছে, সম্মেলন উপলক্ষে সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এ এইচ এম বদিউজ্জমান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দীকী নাজমুল আলমসহ ছাত্রলীগের শীর্ষ নেতারা ক্যাম্পাসে আসবেন।

এদিকে নতুন কমিটিতে স্থান পেতে শেষ সময়ের দৌড়ঝাঁপে ব্যস্ত নেতাকর্মীরা। বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পদ প্রত্যাশীরা নিজেদের অনুসারীদেরও সংগঠিত করছেন।

কাউন্সিলকে ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসব মুখর আমেজ। ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ বিভিন্ন প্রচারণা উপকরণে ছেয়ে গেছে চারপাশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা বলেন, কমিটিতে নতুন মুখ আসার সম্ভাবনা রয়েছে। তবে এ ব্যাপারে ২২ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পবিপ্রবি ছাত্রলীগের বর্তমান সভাপতি কামরুজ্জামান সোহাগ জানান, সম্মেলন সফল করতে বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। সবার ঐকান্তিক চেষ্টা ও শ্রমে সুষ্ঠুভাবে সম্মেলন সম্পন্ন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।      

বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ