ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

নোবিপ্রবির প্রথম সমাবর্তন সোমবার

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, সেপ্টেম্বর ২০, ২০১৪
নোবিপ্রবির প্রথম সমাবর্তন সোমবার

নোবিপ্রবি (নোয়াখালী): ২০ দলীয় জোটের হরতাল স্বত্ত্বেও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথম সমাবর্তন সোমবার অনুষ্ঠিত হবে।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মমিনুল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



তিনি জানান, হরতাল থাকার পরেও সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হওয়ায় সোমবার (২২ সেপ্টেম্বর) সমাবর্তন অনুষ্ঠিত হবে।

এ সময় ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিদের আগমনের বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।
 
একাধিক বার তারিখ পরিবর্তনের পর ২২ সেপ্টেম্বর সমাবর্তনের তারিখ নির্ধারিত হয়। সমাবর্তনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ