ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

রাবিতে অনলাইনে ৯ম সমাবর্তনের রেজিস্ট্রেশন সোমবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, অক্টোবর ১৯, ২০১৪
রাবিতে অনলাইনে ৯ম সমাবর্তনের রেজিস্ট্রেশন সোমবার

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবম সমাবর্তনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে সোমবার। চলবে ১০ নভেম্বর পর্যন্ত।



বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বাংলানিউজকে জানান, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে এবার সমাবর্তনে শুধমাত্র স্নাতক ডিগ্রি অর্জনকারীরা অংশগ্রহণ করতে পারবেন না।

মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে রেজিস্ট্রশন ফি পরিশোধ করে অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ফি নির্ধারিত হয়েছে সাড়ে তিন হাজার টাকা।

সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd/con14) থেকে জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমতি সাপেক্ষে আগামী ডিসেম্বর মাসের ২০ থেকে ৩০ তারিখের মধ্যে যেকোনো দিন সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বলেন, ওই পাঁচ বছরে শুধু স্নাতকোত্তর ডিগ্রিধারীর সংখ্যাই পনের হাজারের মতো। সেক্ষেত্রে ওই সময়ে শুধু স্নাতক ডিগ্রিধারীদের সুযোগ দিলে এই সংখ্যা আরো বেড়ে যাবে। তাই তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সমাবর্তন আয়োজন করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ