ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

যশোর বোর্ড

পাসের হারে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, আগস্ট ৯, ২০১৫
পাসের হারে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসির ফলাফলে পাসের দিকে থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। বোর্ডে মোট পাসের হার ৪৬ দশমিক ৪৫ শতাংশ হলেও ছেলেদের তুলনায় মেয়েরা পাস করেছে ৪৭ দশমিক ৮১ ভাগ।

তবে, জিপিএ-৫ প্রাপ্তির দিকে এগিয়ে রয়েছে ছেলেরা।

প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, চলতি বছর যশোর বোর্ড থেকে ৫৯ হাজার ৮১৯ জন ছেলে ও ৫৪ হাজার ৪৬২ জন মেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। যার মধ্যে ২৭ হাজার ৫০ জন ছেলে ও ২৬ হাজার ৩৭ জন মেয়ে পরীক্ষার্থী পাস করেছেন।

সেই হিসেবে ছেলেদের পাসের হার ৪৬ দশমিক ৪৫ শতাংশ ও মেয়েদের ৪৭ দশমিক ৮১ শতাংশ।

তবে, পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছে। খুলনা বিভাগের ১০ জেলা থেকে এ বোর্ডের অধীনে অংশ নেওয়া ছেলেদের মধ্যে এক হাজার ৯৮ জন ও মেয়েদের মধ্যে ৮২৯ জন জিপিএ-৫ পেয়েছে।        
       
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ