ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

পবিপ্রবি মাতালেন আবু হেনা রনি

মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু, পবিপ্রবি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, আগস্ট ২২, ২০১৫
পবিপ্রবি মাতালেন আবু হেনা রনি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পবিপ্রবি (পটুয়াখালী): কৌতুক পরিবেশন করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্র-ছাত্রীদের মুগ্ধ করে গেলেন কৌতুকশিল্পী আবু হেনা রনি।

শনিবার (২২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে সাংস্কৃতিক সংগঠন ‘রংধনু’ আয়োজিত এক অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করেন তিনি।

 

এ অনুষ্ঠানে আবু হেনা রনি ছাড়াও ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’র অষ্টম আসরের প্রতিযোগী তৌহিদ, ইমরান, শাওন এবং বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলের কমেডি শো ‘হা শো’র প্রতিযোগী রেজা অংশ নেন।

অনুষ্ঠান শেষে আয়োজক সংগঠন ‘রংধনু’র পক্ষ হতে আবু হেনা রনির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ অনুষ্ঠানে রংধনুর সাবেক সাধারণ সম্পাদক মো. রিয়াজ আল মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন শিকদার, সভাপতি অনিমেষ বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক নিত্যানন্দ সরদার, সদস্য মো. কাওছার হোসেন, মো. আরিফুল ইসলাম ও ভেনাস নেটওয়ার্ক অ্যান্ড মিডিয়ার স্বত্ত্বাধিকারী মো. আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ