ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

কুবি শিক্ষকদের কর্মবিরতি শুরু

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১২, সেপ্টেম্বর ৯, ২০১৫
কুবি শিক্ষকদের কর্মবিরতি শুরু

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে শিক্ষক সমিতি।

পূর্ব ঘোষণা ‍অনুযায়ী বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে কুবি শিক্ষক সমিতি এই কর্মবিরতি শুরু করে।

শিক্ষকদের এই আন্দোলন চলবে ১৩ সেপ্টেম্বর (রোববার) পর্যন্ত।
 
অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়ন ও স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে এই কর্মসূচির ঘোষণা দেয় কুবি শিক্ষক সমিতি।

শিক্ষকদের আন্দোলনের কারণে ক্লাস ও পরীক্ষা না থাকায় শিক্ষার্থীদের তেমন ক্যাম্পাসে আসতে দেখা যায়নি। সে কারণে শহর থেকে ক্যাম্পাসমুখী বাসগুলো ছিলো একেবারেই ফাঁকা।

এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ