ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতি প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, সেপ্টেম্বর ১৩, ২০১৫
মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতি প্রত্যাহার (ফাইল ফটো)

ঢাকা: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষকরা। পে-স্কেল অনুমোদনের পর সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহালের দাবিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) তাদের কর্মবিরতি পালনের কথা ছিল।


 
রোববার (১৩ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুনের দেওয়া আশ্বাসের ভিত্তিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কর্মসূচি প্রত্যাহার করেন।
 
ফাহিমা খাতুন বাংলানিউজকে বলেন, বিকেলে নিজ দফতরে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বিষয়টি বুঝেছেন। দাবি বাস্তবায়নের বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। এ আশ্বাসের ভিত্তিতে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন।
 
সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলের প্রতিবাদে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি গত শুক্রবার দেশের ৩৩২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এমআইএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ