ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

নোবিপ্রবি সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, অক্টোবর ১১, ২০১৫
নোবিপ্রবি সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোবিপ্রবি: আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সাংবাদিক সমিতির যাত্রা শুরু হয়েছে।

বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত নোবিপ্রবি প্রতিনিধিদের নিয়ে রোববার (১১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় পার্কে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে আত্মপ্রকাশ করে সংগঠনটি।



কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন ক্যাম্পাসলাইভ২৪.কম প্রতিনিধি নুরুল করিম।

যুগ্ম আহ্বায়করা হলেন, বাংলানিউজটোয়েন্টিফোর.ডটকম করেসপন্ডেন্ট খালেদ হাফিজ উল্লাহ্‌ শামীম, নোয়াখালীর কথা প্রতিনিধি রেজাউল করিম সোহাগ এবং সানবিডি২৪.কম প্রতিনিধি নাজমুস সাকিব সাদী।

সভায় আহ্বায়ক কমিটিকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সংবিধান প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া এ সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ