ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

বশেমুরবিপ্রবির বিজয় দিবস হলে নতুন প্রভোস্ট নিয়োগ

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, নভেম্বর ৫, ২০১৫
বশেমুরবিপ্রবির বিজয় দিবস হলে নতুন প্রভোস্ট নিয়োগ

বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিজয় দিবস হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জুবাইদুর রহমান।


                                                                                                                                                                    বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মো. জুবাইদুর রহমান বশেমুরবিপ্রবির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি আগামী তিন বছরের জন্য বিজয় দিবস হলের প্রভোস্টের দায়িত্ব পালন করবেন।  

এর আগে এই পদে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জপতোষ মণ্ডল দায়িত্ব করছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ