ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

পবিপ্রবি’র শিক্ষার্থী আরেফিনের মাদকবিরোধী প্রচারণা

গণবিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৭, জানুয়ারি ২৯, ২০১৬
পবিপ্রবি’র শিক্ষার্থী আরেফিনের মাদকবিরোধী প্রচারণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণবিশ্ববিদ্যালয় (সাভার): মাদকবিরোধী দেশব্যাপী প্রচারণা শুরু করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সামসুল আরেফিন।

সেই প্রচারণার অংশ হিসেবে আটটি জেলা ঘুরে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সাভারের গণবিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন তিনি।



এ সময় আরেফিন দেশের সব শিক্ষার্থীকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেও আহ্বান জানান।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভালো কাজ করার ইচ্ছা থাকলেই করা যায়। কাজটাকে নেশা হিসেবে নিতে হবে। মাদকদ্রব্যকে নেশা হিসেবে নিলে সমাজের ধ্বংস অনিবার্য। ’

এরপর জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচারণা শেষে তিনি এবারের মতো যাত্রা শেষ করবেন। তবে পযার্য়ক্রমে সারাদেশে মাদকবিরোধী প্রচারণা চালাবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন স্বেচ্ছাসেবী সামসুল আরেফিন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ