ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

নন্দীগ্রামে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, এপ্রিল ২, ২০১৬
নন্দীগ্রামে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের রায়পুর কুস্তা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।

 

শনিবার (০২ এপ্রিল) বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু রায়হান সরদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের এমপি রেজাউল করিম তানসেন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাংবাদিক ও রণবাঘা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, মনোয়ার হোসেন খোকন, জাসদ নেতা নান্টু মিয়া, শিক্ষক আবুল হোসেন, খোরশেদ আলম, জাহেদুল ইসলাম, আব্দুল বাছেদ, আফরোজা সুলতানা, আব্দুর রাজ্জাক, রাজিয়া সুলতানা প্রমুখ।

শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ