ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

তনু হত্যার বিচার দাবিতে শেকৃবি’তে মানববন্ধন

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, এপ্রিল ৩, ২০১৬
তনু হত্যার বিচার দাবিতে শেকৃবি’তে মানববন্ধন

ঢাকা: কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

 

রোববার (৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন ও মৌন মিছিল করা হয়।

 

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুইশতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা অংশ নেন।

এ সময় তারা তনুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এরপর শিক্ষার্থীরা মৌন মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

গত ২০ মার্চ সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফেরার পথে পাশবিক নির্যাতনে হত্যার শিকার হন তনু।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ