ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

বিশ্ববিদ্যালয়গুলোতে দুটি নতুন কোর্স চালুর সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, জুন ১৩, ২০১৬
বিশ্ববিদ্যালয়গুলোতে দুটি নতুন কোর্স চালুর সিদ্ধান্ত

ঢাকা: দেশের সব বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ এবং ‘বাংলা ভাষা’ শীর্ষক কোর্স (বাংলাদেশ স্টাডিজের বিকল্প হিসেবে নয়) চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার (১৩ জুন) ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে গত ৯ জুন অনুষ্ঠিত কমিশনের ১৪৪তম পূর্ণ কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে।



এতে জানানো হয়, যে সকল বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে সক্ষমতা সাপেক্ষে সে সব বিশ্ববিদ্যালয়ে উল্লেখিত বিষয়ে বাংলার বিকল্প হিসেবে অন্য কোনো বিদেশি ভাষায় কোর্সও চালু করা যেতে পারে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেশের সব বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
এমআইএইচ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ