ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

বাকৃবিতে ছাত্রবিষয়ক নতুন উপদেষ্টা নিয়োগ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২২, জুন ৩০, ২০১৬
বাকৃবিতে ছাত্রবিষয়ক নতুন উপদেষ্টা নিয়োগ

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন পশুপালন অনুষদের পোল্ট্রিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

 

আগামী দুই বছরের জন্য তাকে এ অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

তিনি একই অনুষদের পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন খানের স্থলাভিষিক্ত হলেন।

এর আগে তিনি পশুপালন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ