ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ছাত্রলীগে কোনো পকেট ক‌মি‌টি হবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১০, মার্চ ৩০, ২০১৭
ছাত্রলীগে কোনো পকেট ক‌মি‌টি হবে না সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-ছবি-বাংলানিউজ

জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয়: ছাত্রলীগে কোনো পকেট ক‌মি‌টি হবে না বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্প‌তিবার (৩০ মার্চ) জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয় ছাত্রলীগের বা‌র্ষিক সম্মেলনে প্রধান অ‌তি‌থির ব‌ক্তব্যে তি‌নি এ কথা জানান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, শুধু জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয় ছাত্রলীগ নয়, বরং কোনো ক‌মি‌টিতেই পকেট ক‌মি‌টির মাধ্যমে নেতৃত্ব আনা যাবে না।

ছাত্রলীগের বর্তমান ক‌মি‌টির সভাপ‌তি ও সাধারণ সম্পাদককে এ ব্যাপারে দৃঢ় হতে হবে। মাথায় রাখতে হবে ছাত্রলীগ কোনো ব্যক্তি সংগঠন নয়।

এ সময় ছাত্রলীগের নেতাক‌র্মীদের আদর্শ মানু‌ষ হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী তাদের মাদক থেকে বি‌রত থাকতে শপথ বাক্য পাঠ করান।

সেতুমন্ত্রী বলেন, সব উন্নয়ন কর্মকাণ্ডকে নি‌মিষে ধসিয়ে দিতে জ‌ঙ্গিবাদের মতো মাদকও একটা অদৃশ্য ধ্বংসাত্মক শ‌ক্তি। আমরা সব ধরনের অ‌নিয়মের বিরুদ্ধে সংগ্রাম কর‌ছি।

এ সময় উপ‌স্থিত ছিলেন ঢাকা দ‌ক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, মহানগর দ‌ক্ষি‌ণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ ছাত্রলীগের সভাপ‌তি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জা‌কির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
ডিআর/আরআর/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ