ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

বাকৃবিতে ঈদের ছুটি ২১ জুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৩, জুন ২০, ২০১৭
বাকৃবিতে ঈদের ছুটি ২১ জুন

বাকৃবি (ময়মনসিংহ): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২১ জুন (বুধবার) থেকে ১২ দিনের ছুটি শুরু হচ্ছে।

মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২১ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সব একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

২ জুলাই থেকে নিয়মিতভাবে ক্লাস-পরীক্ষা চালু হবে। তবে ২৯ জুন বিশেষ কারণে কিছু অফিস খোলা থাকবে।

প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. সাদিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০টার মধ্যে আবাসিক হলগুলোর সব কক্ষ তালা দেওয়া হবে এবং ৩০ জুন বিকেল ৫টায় হলগুলো খুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুন ২০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ