ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

বরিশাল বোর্ডে ২ শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শূন্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৭, জুলাই ২৩, ২০১৭
বরিশাল বোর্ডে ২ শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শূন্য

বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থী পাস করেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম।

পিরোজপুরের ভান্ডারিয়া বিহারী পাইলট উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ ও নেছারাদের সেহাঙ্গল হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য।

এ দুই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ জন পরীক্ষার্থী অংশ নেয়।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এইচএসসি পরীক্ষায় ৭০.২৮ শতাংশ পাস করেছে। এ বছর ৩শ’ ২৯ কলেজের ১শ’ ১৬টি সেন্টারে ৬১ হাজার ৯শ’ ৩২ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮১৫ জন।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭।
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ