ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

উপাচার্য প্যানেল নির্বাচন করায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪০, জুলাই ২৯, ২০১৭
উপাচার্য প্যানেল নির্বাচন করায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ছাত্র প্রতিনিধি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

শনিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে ক্যাম্পাসের শ্যাডোতে জড়ো হয় শিক্ষার্থীরা। এরপর মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেটে আসে।

প্রতিবাদকারীরা আসার পূর্বে প্রশাসনিক ভবনের গেট তালাবদ্ধ করে ভেতরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে শিক্ষকরা অবস্থান নেয়।

প্রায় আধাঘণ্টা পর্যন্ত ধাক্কাধাক্কির এক পর্যায়ে বিক্ষোভকারীরা তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় শিক্ষকরা তাদের বাধা দেয়। কয়েকজন আহত হন এ সময়।

বিক্ষোভকারীরা ছাত্র প্রতিনিধি ছাড়া সিনেট অবৈধ,  অবিলম্বে ডাকুস নির্বাচন দাও, অবৈধ ভিসি নির্বাচন মানি না বলে স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
এসকেবি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ