ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

জাবিতে শাখা ছাত্রলীগের রক্তদান কর্মসূচি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৬, আগস্ট ২৪, ২০১৭
জাবিতে শাখা ছাত্রলীগের রক্তদান কর্মসূচি জাবিতে শাখা ছাত্রলীগের রক্তদান কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: আগস্ট মাসের কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মহুয়া চত্ত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

এ সময় উপাচার্য তিনি বলেন, শোকের মাসে ছাত্রলীগের উদ্যোগে এ ধরণের আয়োজন খুবই প্রসংশার দাবি রাখে।

কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত না হয় সে দিকে ছাত্রলীগকে খেয়াল রাখতে হবে। কারণ অসুস্থ রক্ত দেওয়া অপরাধ। তাই ভালো রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চলানায় আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা, সহ-সভাপতি সাইফুল ইসলাম লিমন, অনিক কুমার দেবনাথ, আবু সাদাদ সায়েম, নাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম জয়, জহিরুল ইসলাম বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ