ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ছুটি শেষে সোমবার থেকে ঢাবির ক্লাস শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৪, সেপ্টেম্বর ৯, ২০১৭
ছুটি শেষে সোমবার থেকে ঢাবির ক্লাস শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঈদুল আজহার ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস শুরু হবে সোমবার (১১ সেপ্টেম্বর)।

গত ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে পূর্ব নির্ধারিত ঈদুল আজহার ছুটি বর্ধিত করে পুনর্বিন্যাস করা হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস আগামী ৩০ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। ১১ সেপ্টেম্বর (সোমবার) যথারীতি ক্লাস খোলা থাকবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিস খুলবে রোববার (১০ সেপ্টেম্বর)।

এদিকে শিক্ষার্থীরা প্রিয়জনদের সঙ্গে ঈদুল আজহা পালন শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ