ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

জাবিতে রোভার স্কাউটের নতুন কমিটি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৯, সেপ্টেম্বর ২১, ২০১৭
জাবিতে রোভার স্কাউটের নতুন কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ইতিহাস বিভাগের নওশাদ নাবিলকে সভাপতি ও গণিত বিভাগের সাব্বির আহমেদকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রোভার স্কাউট গ্রুপের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ১০ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও রোভার স্কাউটের লিডার খন্দকার শামীম আহমেদ।

কমিটিতে অন্যান্য দায়িত্বে রয়েছেন- সাংগঠনিক সম্পাদক আবু নাহিয়ান, দফতর সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, প্রচার সম্পাদক খলিল, আইটি সম্পাদক আমিরুল ইসলাম, সাহিত্য সম্পাদক তুহিন, মিডিয়া সম্পাদক অসীম কুমার নীল, পাঠাগার সম্পাদক মুনা আব্দুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাজিদুর রহমান সাজিদ।

এ কমিটি ২০১৭-১৮ সেশনের জন্য দায়িত্ব পালন করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ