ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

শেকৃবিতে ৫৮তম ব্যাচের পুনর্মিলনী 

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৩, নভেম্বর ১১, ২০১৭
শেকৃবিতে ৫৮তম ব্যাচের পুনর্মিলনী  শেকৃবি ৫৮তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ৫৮তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) সকালে বর্ণাঢ্য এক র‌্যালি বের করা হয়। এটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
কৃষিবিদ আল-মামুনের সঞ্চালনায় এবং কৃষিবিদ মো. তরিকুল ইসলাম টুটুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম (প্রিন্স), বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ, প্রক্টর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, পুনর্মিলনী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. আমিনুর ইসলাম ও কৃষিবিদ ড. মো. বেলাল হোসেন।
 
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ