ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

জাবিতে বিতর্কিত নিয়োগের ভাইভা বানচাল

নুর আলম হিমেল, জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৫, নভেম্বর ১৬, ২০১৭
জাবিতে বিতর্কিত নিয়োগের ভাইভা বানচাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘জাবি উপ-উপাচার্যের বিরুদ্ধে নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ’ শিরোনামে বাংলানিউজটোয়েন্টিফোর.কমে প্রতিবেদন প্রকাশের পর অবশেষে বিশেষ কারণ দেখিয়ে বির্তকিত নিয়োগের সেই ভাইভা(মৌখিক পরীক্ষা) বাতিল করেছে জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভাইভা কমিটির সভাপতি উপ-উপাচার্য (প্রশাসন) মো. আমির হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিশেষ কারণে ১৪ নভেম্বর (মঙ্গলবার) নিয়োগের যে ভাইভা ছিল তা বাতিল করা হয়েছে।

এ ভাইভা পরবর্তীতে নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আপাতত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, ১৩ নভেম্বর  (সোমবার) ‘জাবি উপ-উপাচার্যের বিরুদ্ধে নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হলে বিভিন্ন মহলে এ নিয়ে ব্যাপক আলোচনা হয়।

**জাবি উপ-উপাচার্যের বিরুদ্ধে নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘন্টা, নভেম্বর ১৬,২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ