ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ঢাবিতে রোকেয়া দিবসে র‌্যালি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৪, ডিসেম্বর ৯, ২০১৭
ঢাবিতে রোকেয়া দিবসে র‌্যালি ঢাবিতে রোকেয়া দিবসে র‌্যালি

ঢাকা বিশ্ববিদ্যালয়: নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার ১৩৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসম্বের) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে র‌্যালিটি বের হয়ে অপরাজেয় বাংলা হয়ে পুনরায় হলে গিয়ে শেষ হয়।  

র‌্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল পরিবার।

এতে হলের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে উপাচার্য বলেন, এদেশের নারী জাগরণের পথিকৃৎ ছিলেন বেগম রোকেয়া। নারীদের অগ্রগতি, উন্নতিতে বেগম রোকেয়ার লেখনী সবসময় অনুপ্রানিত করে।  

এ সময় তিনি ছাত্রীদের বেগম রোকেয়ার আর্দশ অনুসরণ করে পথ চলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ