ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

জাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের পাল্টা-পাল্টি অভিযোগ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, জানুয়ারি ২৬, ২০১৮
জাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের পাল্টা-পাল্টি অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনরগ বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী বাকবিতণ্ডায় জড়িয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাল্টা-পাল্টি অভিযোগ করেছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর উভয়ই লাঞ্ছনা ও অশোভন আচরণের অভিযোগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বটতলার রাস্তায় প্রাইভেটকার রেখেছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে সায়কা ও সহকারী অধ্যাপক নাহ্‌ন ইসলাম খান। এ সময় শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হওয়ায় তারা রাস্তা থেকে গাড়িটি সরানোর জন্য বলেন। তখন শিক্ষকদ্বয়ের সঙ্গে বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

পরে সন্ধ্যায় ওই দুই শিক্ষক প্রক্টর বরাবার অভিযোগ দেন। অভিযোগ বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী আরমান ও অর্থনীতি বিভাগের ৪০ ব্যাচের শিক্ষার্থী নুরউদ্দিন মুহাম্মাদ সানাউল তাদেরকে মৌখিকভাবে লাঞ্ছিত ও অশোভন আচরণ করেছে বলে এর বিচার দাবি করেন।

অন্যদিকে ওই শিক্ষার্থীরা শিক্ষকদের অভিযোগ মিথ্যাচার দাবি করে প্রক্টর বরাবর পাল্টা অভিযোগ করেছে। শিক্ষার্থীরা অভিযোগ পত্রে তাদের সঙ্গে অশোভন আচরণ ও শারীরিক লাঞ্ছনা করা হুমকি দেন বলে উল্লেখ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যপক তপন কুমার সাহা বাংলানিউজকে বলেন, অভিযোগের বিষয়ে অবহিত হয়েছি। শনিবার (২৭ জানুয়ারি) প্রক্টরিয়ার টিমের বৈঠক ডেকেছি। আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ