ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ঈদের আগে ডেঙ্গু কাড়লো ঢাবির আরেক শিক্ষার্থীর প্রাণ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, আগস্ট ১১, ২০১৯
ঈদের আগে ডেঙ্গু কাড়লো ঢাবির আরেক শিক্ষার্থীর প্রাণ রিফাত হোসাইন

ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঈদের ঠিক একদিন আগে প্রাণ গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমুদ্র বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিফাত হোসাইনের।

রোববার (১১ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

রিফাত অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা (বাসভিত্তিক সংগঠন) কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন রিফাত।  

এই কমিটির দপ্তর সম্পাদক সাকিব বাংলানিউজকে জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালের লাইফ সাপোর্টে ছিল রিফাত। তার চিকিৎসার বকেয়া তিন লাখ ছাড়ানোয় পরিবারের পক্ষে কষ্টসাধ্য হওয়ায় সবাই মিলে তহবিল গঠনের চেষ্টা করছিলেন।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। মরদেহ নিয়ে আসার ব্যবস্থার চেষ্টা করছি। সব শিক্ষার্থীকে সচেতন হতে হবে।  

পাশপাশি ডেঙ্গুতে আক্রান্ত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ করেছেন তিনি।  

এর আগে গত ২৬ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্র ফিরোজ কবীর স্বাধীন মারা যান।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯ 
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ