ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

সোমবার থেকে রুয়েটের কার্যক্রম বন্ধ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, মার্চ ২২, ২০২০
সোমবার থেকে রুয়েটের কার্যক্রম বন্ধ

রাবি: করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় সোমবার (২৩ মার্চ) থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

রোববার (২২ মার্চ) রুয়েটের ৮৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ সভাপতিত্ব করেন।

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসেন বলেন, মঙ্গলবার (২৪ মার্চ) থেকে ৩১মার্চ পর্যন্ত রুয়েট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সোমবার সরকারি ছুটি থাকায় ওইদিন থেকেই বন্ধ থাকবে রুয়েট। এসময় জরুরি বিভাগ বিদ্যুৎ, পানি, মেডিক্যাল, অ্যাম্বুলেন্স, পাহার চালু থাকবে। ক্যাম্পাসে চলাচলের ওপর থাকবে নিষেধাজ্ঞা। তবে করোনা পরিস্থিতি খারাপ হলে আরও দীর্ঘ সময় বন্ধ থাকতে পারে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ