ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

খুবিতে টেনসাইল মেমব্রেন স্ট্রাকচার নির্মাণের চুক্তি সই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, সেপ্টেম্বর ১৬, ২০২০
খুবিতে টেনসাইল মেমব্রেন স্ট্রাকচার নির্মাণের চুক্তি সই

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের দৃষ্টিনন্দন ছাদের উন্মুক্ত অংশে টেনসাইল মেমব্রেন স্ট্রাকচার নির্মাণ কাজের চুক্তি সই হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ চুক্তি সই হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ চুক্তিতে সই করেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ও নির্মাতা প্রতিষ্ঠান এ এল এম টেনসাইল মেমব্রেন স্ট্রাকচার লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জি. এইচ এম জাহিদুল ইসলাম।

৫২৩ বর্গমিটার আয়তনের উন্মুক্ত ছাদের টেনসাইল মেমব্রেন স্ট্রাকচার নির্মাণ কাজের চুক্তি মূল্য ৫৫ লাখ ৭৯ হাজার টাকা। গ্রাউন্ডফ্লোর থেকে প্রায় ৫০ ফুট উচ্চতায় এ টেনসাইল মেমব্রেন স্ট্রাকচার ছাদ নির্মিত হবে।

চলতি বছরের ডিসেম্বরে এ নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে লাইব্রেরি ভবনের নিচ তলার চারুকলা ইনস্টিটিউটের তিনটি ডিসিপ্লিন উপকৃত হবে। এখানে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন প্রদর্শনী ও সেমিনার সিম্পোজিয়ামের আয়োজনও সম্ভব হবে। খুলনাঞ্চলে বৃহদাকার উন্মুক্ত ছাদের উপর এ ধরনের কাজ এটাই প্রথম।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার ও প্রধান প্রকৌশলী মো. সিরাজুম মুনীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ