ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

‘চতুর্থ শিল্পবিপ্লবে ভূমিকা পালন করবে দেশের তরুণরা’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, নভেম্বর ২০, ২০২০
‘চতুর্থ শিল্পবিপ্লবে ভূমিকা পালন করবে দেশের তরুণরা’

ঢাকা: মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ ও মানবিকগুণ সম্পন্ন গ্র্যাজুয়েট হিসেবে তৈরি করা হবে বলে আশা প্রকাশ করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, আসন্ন চতুর্থ শিল্পবিপ্লবে আমাদের দেশের তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা দেশের প্রযুক্তিখাতে নেতৃত্ব দেবে। সেভাবেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী এবং উপাচার্যের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, মানবসম্পদ উন্নয়ন এবং একটি দেশের সামগ্রিক ও অর্থনৈতিক উন্নতির জন্য যুগোপযোগী উচ্চশিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষিত ও দক্ষ জনশক্তিই দেশের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে পারে। আমরাও সেই ব্রত নিয়ে বশেফমুবিপ্রবিকে একটি গবেষণাভিত্তিক আন্তর্জাতিকমানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছি। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় এই বিশ্ববিদ্যালয় হবে দেশসেরা, অন্যদের জন্য উদহারণ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহামারির কারণে বৈশ্বিক শিক্ষাব্যবস্থায় গুরুতর প্রভাব পড়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ও গত সাত মাস ধরে বন্ধ। এ অবস্থায় তাদের পড়াশোনার মধ্যে রাখতে আমরা অনলাইনে ক্লাস পরিচালনা করছি। বিশ্ববিদ্যালয় খোলা হলে রিভিউ ক্লাসসহ অন্যান্য তদারকির মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া শিক্ষক জাতির বিবেক এবং মানুষ গড়ার কারিগর। বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মান সংরক্ষণ ও উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা সম্মানিত শিক্ষকদের। আমাদের শিক্ষকেরা যেন নিজ দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে উচ্চশিক্ষা ও উচ্চতর গবেষণার মাধ্যমে জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে সে ব্যাপারে তাদের উৎসাহিত করা হচ্ছে বলেও এসময় জানান তিনি।

সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এএইচএম মাহবুবুর রহমান, ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক রায়হানা রহমান, সেকশন অফিসার এসএম মোদাব্বির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ