ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, এপ্রিল ৬, ২০২২
ঢাবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ ...

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ (২০২১-২২ শিক্ষাবর্ষ) সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (০৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।

যা চূড়ান্ত হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায়। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সভায় উপস্থিত অনুষদের একজন ডীন বাংলানিউজকে বলেন, ডিনস কমিটির সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। যা আগামীকাল চূড়ান্ত হবে।

সম্ভাব্য তারিখগুলো হল- গ ইউনিটের পরীক্ষা ৩ জুন, খ ইউনিটের পরীক্ষা ৪ জুন, ক ইউনিটের পরীক্ষা ১০ জুন এবং চ ইউনিটের পরীক্ষা ১৭ জুন নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এসকেবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ