ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২ নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, জুন ৫, ২০২২
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২ নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ড. ফখরুল ইসলাম ও শারমিন সুলতানা

সিরাজগঞ্জ: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলা ও অর্থনীতি বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৫ জুন) বাংলা বিভাগে চেয়ারম্যান হিসেব ড. ফখরুল ইসলাম এবং অর্থনীতি বিভাগে শারমিন সুলতানা দায়িত্ব বুঝে নিয়েছেন।

 

এ সময় স্ব স্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হন তাঁরা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

নবনিযুক্ত চেয়ারম্যানরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিভাগ পরিচালনায় তাঁরা উপাচার্যের সহযোগিতা কামনা করেন এবং চেয়ারম্যান নিযুক্ত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উপাচার্যও তাঁদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করেন এবং সার্বক্ষণিক শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ ও সময়মতো পরীক্ষা নেওয়ার জন্য তৎপর হতে বলেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ