ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

মতিঝিলে ২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৮, অক্টোবর ২৯, ২০২৪
মতিঝিলে ২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মতিঝিল থানার আরামবাগ এলাকা থেকে সাজেদুল করিম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে দুই হাজার ইয়াবা জব্দ করা হয়।

 

সোমবার (২৮ অক্টোবর) ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৯টার দিকে রাজধানীর মতিঝিল থানার আরামবাগ এলাকায় জেদ্দা এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে রাস্তায় অভিযান চালানো হয়। অভিযানকালে সাজেদুল নামে এক যুবককে দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনা মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি সাজেদুল করিম ২০২১ সালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) থেকে চাকুরিচ্যুত হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮০৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ