চট্টগ্রাম: পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহ্যবাহী জশনে জুলুস শনিবার (৬ সেপ্টেম্বর)। জুলুস ঘিরে নগরজুড়ে সাজ সাজ রব, উৎসব।
শুধু নগর নয়, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা এমনকি গ্রামেও চলছে প্রস্তুতি আর প্রচারণা।
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় বিশ্বের অন্যতম বড় এ জুলুসে নেতৃত্ব দেবেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)।
জুলুছে মেহমান হিসেবে থাকবেন শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ (মা.জি.আ)।
বুধবার (৩ সেপ্টেম্বর) আশেকে রাসূলদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঢাকার জুলুস সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম আসবেন হুজুর কেবলা। বাদে মাগরিব জামেয়া মাঠে অংশ নেবেন গেয়ারবি শরিফে।
এবার জলুসের রোডম্যাপ কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। মুরাদপুরের জামেয়া মাদরাসা সংলগ্ন ষোলশহর আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুস শুরু হয়ে মুরাদপুর, দুই নম্বর গেট দিয়ে জিইসির পেনিনসুলার সামনে ঘুরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা মাঠে জমায়েত হবে। এখানে দেশখ্যাত আলেমরা বক্তব্য দেবেন। দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হবে।