ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দুর্ধর্ষ ছিনতাইকারী রনি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, আগস্ট ৪, ২০২৫
দুর্ধর্ষ ছিনতাইকারী রনি গ্রেপ্তার হুমায়ুন কবির ওরফে রনি

রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে দুর্ধর্ষ ছিনতাইকারী ও ১০ মামলার পলাতক আসামি হুমায়ুন কবির ওরফে রনি (২৬)কে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।  

সোমবার (৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (৩ আগস্ট) রাতে তেজগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে হুমায়ুন কবির ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রনি একজন দুর্ধর্ষ ছিনতাইকারী ও মাদককারবারি। তিনি তেজগাঁও থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় নিয়মিত ছিনতাই, চুরি ও মাদককারবারি করতেন। তার বিরুদ্ধে তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও শেরে-বাংলা নগর থানায় ছিনতাই, চুরি ও মাদকের ১০টি মামলা রয়েছে।  

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।