ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ত্রিপুরা থেকে ফিরলেন ৬ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, নভেম্বর ১৮, ২০২১
ত্রিপুরা থেকে ফিরলেন ৬ বাংলাদেশি আখাউড়া সীমান্ত দিয়ে ফেরত আনা হয়েছে ছয় বাংলাদেশিকে | ফাইল ছবি

ঢাকা: ত্রিপুরা থেকে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি। বৃহস্পতিবার আখাউড়া সীমান্ত দিয়ে তারা দেশে ফেরেন।

বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে ত্রিপুরা গিয়ে ওই ৬ বাংলাদেশি গ্রেফতার হন। তাদের ভারসাম্যহীন অবস্থায় আটক করা হয়। পরে তাদের আগরতলার একটি মানসিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসার পর তাদের দেশে ফেরত পাঠানো হলো।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে ওই ছয় বাংলাদেশি নাগরিককে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

৬ বাংলাদেশি হলেন—বগুড়ার জিয়ারুল ইসলাম, কিশোরগঞ্জের হানিফা আক্তার, ময়মনসিংহের আল্পনা খাতুন, ঢাকার রীনা আক্তার, জামালপুরের মানিক মিয়া ও মৌলভীবাজারের শাজাহান মিয়া।

জামালপুরের মানিক মিয়ার ভাই হাফিজ মিয়া বাংলানিউজকে বলেন, তার ভাই সাত বছর আগে হারিয়ে গিয়েছিলেন। আজ ভাই ভারত থেকে ফেরত এসেছে। ভাইকে পেয়ে তিনি খুশি।

আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশন ও ভারতীয় কর্তৃপক্ষের সহায়তায় এসব বাংলাদেশি ফেরত এসেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।