ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

এসএসসি পরীক্ষার হলে মৃত্যুর কোলে ঢলে পড়ল শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, নভেম্বর ২১, ২০২১
এসএসসি পরীক্ষার হলে মৃত্যুর কোলে ঢলে পড়ল শিক্ষার্থী

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দায় এসএসসি পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্রে হঠাৎ ঢলে পড়ে প্রপারলি হাগিদক (১৭) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

রোববার (২১ নভেম্বর) সাড়ে ১২টার দিকে কলমাকান্দা সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সে উপজেলার মধুকুড়া গ্রামের সন্তোষ ম্রংয়ের মেয়ে এবং হাটগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

কলমাকান্দা সরকারি কলেজ কেন্দ্রের হল সুপার কিউলিপ ম্রং জানান, রোববার ভূগোল পরীক্ষা দিতে সকাল ১০টার দিকে কেন্দ্রে এসেই প্রপারলি হাগিদক মাথা ঘুরিয়ে ফ্লোরে পড়ে যায়। পরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আমজাদ হোসেনের নেতৃত্বে একটি চিকিৎসক দল এসে তাকে চিকিৎসা দেন। এতে কিছুটা সুস্থ হলে প্রপারলি হাগিদক পরীক্ষায় অংশগ্রহণ করে।

কিন্তু পরীক্ষার প্রায় শেষ পর্যায়ে আবারো সে বসার আসন থেকে হঠাৎ করে ঢলে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, রক্ত শুন্যতা থেকে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।