ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৯, নভেম্বর ২৭, ২০২১
গাজীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় স্ত্রী জোনাকি আক্তারকে (২২) বাড়ির ছাদে নিয়ে গলা কেটে হত্যা করেছে তার স্বামী।  

শুক্রবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

 

জোনাকি সুনামগঞ্জের দোয়ারা সদর বাজার এলাকার আব্দুল বারেকের মেয়ে এবং সুজন মিয়ার স্ত্রী।  

নিহতের পরিবার ও পুলিশ জানায়, জোনাকির সঙ্গে প্রায় তিন বছর আগে রাজমিস্ত্রী সুজনের (৩০) বিয়ে হয়। তিনি স্ত্রীর পরিবারের সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় ভাড়া থাকেন। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলায় তারা আলাদা ছিলেন। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে জোনাকিকে শ্বশুরের ভাড়া বাসার ৫ তলার ছাদে নিয়ে যান সুজন। সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুজন ধারোলো অস্ত্র দিয়ে জোনাকির গলা কেটে পালিয়ে যায়। পরে শ্বশুরবাড়ির লোকজন চিৎকার শুনে ছাদে গিয়ে জোনাকিকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১ 
আরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।